Skip to main content

ব্রেকিং নিউজ : সবাইকে দুশ্চিন্তায় ফেলে হঠাৎ পদত্যা'গ


 ভারতের ১৪তম ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় হঠাৎ করেই পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে সোমবার তিনি তার দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দেন। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই তার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

৭৪ বছর বয়সী ধনখড় চলতি মাসের শুরুতে ইঙ্গিত দিয়েছিলেন, তিনি উপযুক্ত সময়ে এবং ঈশ্বরের ইচ্ছায় অবসর নেবেন।
তবে কংগ্রেসসহ বিরোধী দলগুলো বলছে, তার পদত্যাগের পেছনে আরো কিছু কারণ রয়েছে, যা প্রকাশ্যে আসেনি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো পদত্যাগপত্রে ধনখড় লিখেছেন, তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চিঠিতে লেখেন, আমার জন্য এটি একটি গর্বের বিষয় যে আমি ভারতের এই রূপান্তরমূলক সময়ে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছি।

আমাদের গণতন্ত্রে এই সময়ে যে বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন ঘটেছে, তা প্রত্যক্ষ করা ও তার অংশ হতে পারা আমার জীবনের অন্যতম প্রাপ্তি।’
রাজস্থানের কিথানা গ্রামের এক কৃষক পরিবারে জন্ম নেওয়া জগদীপ ধনখড়ের জীবন এক সংগ্রামের প্রতিচ্ছবি। চিত্তৌড়গড়ের সাইনিক স্কুল এবং পরে রাজস্থান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি রাজস্থান হাই কোর্ট ও পরে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। রাজনীতিতে তার পথচলা শুরু কংগ্রেস পার্টির হাত ধরে।
পরে অশোক গেহলটের উত্থানের সময় তিনি বিজেপিতে যোগ দেন এবং চন্দ্রশেখর সরকারের অধীনে একবার মন্ত্রিত্বও পান। তিনি দীর্ঘদিন ধরে অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত (ওবিসি) জনগণের অধিকার নিয়ে সরব ছিলেন, বিশেষ করে রাজস্থানে জাট সম্প্রদায়ের জন্য ওবিসি মর্যাদার দাবি নিয়ে।
২০১৯ সালে তাকে হঠাৎ করেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা তাকে আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয় নিয়োগ, আইন-শৃঙ্খলা ও কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন তিনি। উপরাষ্ট্রপতি হিসেবে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে বিরোধীদের সঙ্গে তার একাধিকবার মতানৈক্য হয়।

একপর্যায়ে তাকে অপসারণের উদ্যোগও নেওয়া হয়েছিল, যদিও সেটি সফল হয়নি। 
তিনি সেই উদ্যোগকে কটাক্ষ করে বলেন, ‘একটি মরিচা ধরা সবজি কাটার ছুরি দিয়ে বাইপাস সার্জারি করার চেষ্টা।’

২০২২ সালের আগস্টে অনুষ্ঠিত উপরাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে ৭৪.৩৭ শতাংশ ভোট পান — যা ১৯৯২ সালের পর সর্বোচ্চ ভোটের ব্যবধান। জগদীপ ধনখড়ের আকস্মিক অবসর গ্রহণ ভারতের রাজনৈতিক অঙ্গনে একপ্রকার ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এই পদে সরকার কাকে মনোনয়ন দেয় এবং বিরোধীরা এ নিয়ে কী অবস্থান নেয়। আপনি চাইলে এই খবরে ছবি বা ইনফোগ্রাফিক যুক্ত করে সোশ্যাল মিডিয়ার জন্য প্রস্তুত করে দিতে পারি।

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃ'সংবাদ!

  মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। রাজধানী ঢাকাসহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময়ের মধ্যে। শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী: রোববার (১০ আগস্ট) থেকে পরবর্তী দুই দিন অর্থাৎ ১১ ও ১২ আগস্ট পর্যন্তও একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকার কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরন...

সাবেক রাষ্ট্রপতির মৃ'ত্যু'তে শো'কের ছায়া

 মিয়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মিয়ানমারের সামরিক বাহিনীর তথ্য অফিস থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর এপির। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন অসুস্থ ছিলেন মিন্ট সোয়ে। গত বছরের জুলাই মাসে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, স্নায়বিক রোগ ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন তিনি। এসব কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না, এমনকি খাবার খাওয়াও কঠিন হয়ে পড়েছিল তার জন্য। ২০২৪ সালের জুলাই মাসের শেষদিক থেকে তিনি নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এরপর থেকেই তার অবস্থার অবনতি ঘটে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচিকে হঠানোর পর জান্তা সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মিন্ট সোয়ে। সে সময় নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চিকে গ্রেপ্তার করে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। ২০২৪ সালে শারীরিক অসুস্থতার কারণে মিন্ট সোয়ে প্রেসিডেন্ট হিসেবে নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত ...

স্বর্ণ, টাকা বা জমির পরিবর্তে আগামী ১০ বছরে সবচেয়ে মূল্যবান হবে যে জিনিস

  বর্তমান জীবনে কোন জিনিসটি সবচেয়ে মূল্যবান? আপনি হয়ত বলবেন টাকা পয়সা অথবা কেউ বলতে পারেন, সোনা-রূপা অথবা প্রচুর জমি জায়গা পেলেই হয়ত জীবন স্বার্থক। ভারতের জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাত কিন্তু অন্য কথা বললেন । আর তাঁর এই কথাই তোলপাড় ফেলে দিয়েছে বিশ্বে। নিখিল কামাত সম্প্রতি এমন কিছু বলেছেন যা ইঙ্গিত দেয় যে আগামী দিনে নগদ অর্থ, সোনা, রূপা, মূল্যবান গয়না বা জমি-জায়গার মতো জিনিস আর মূল্যবান থাকবে না। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে আগামী ১০ বছরে ইলেকট্রন এবং শক্তি আমাদের মুদ্রায় পরিণত হতে পারে। কামাতের এই চিন্তাভাবনা কেবল একটি কল্পনাই নয়, বরং দ্রুত বর্ধনশীল ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বা AI এর ব্যবহারের প্রবণতা ও তার ফলে অবিশ্বাস্য মাত্রার উত্তরোত্তর বর্ধনশীল বিদ্যুৎ খরচের উপর ভিত্তি করে করা গবেষণা থেকে পাওয়া চমকপ্রদ তথ্য। ডেটা সেন্টার হল আপনার প্রতিটি অনলাইন কার্যকলাপ - তা সে নেটফ্লিক্স দেখা হোক বা ক্লাউডে কোনও ফাইল সংরক্ষণ করা হোক - প্রক্রিয়াজাত করার ব্যবস্থা বা পদ্ধতি। কিন্তু শুনলে চমকে যাবেন যে প্রতিটি নতুন ডেটা সেন্টার বছরে ৪ লক্ষ বৈদ্যুতিক গাড়ির মিলিত বিদ...

পু’রুষত্ব ন’ষ্ট হতে পারে ৮টি অ’ভ্যাসে, ২ নাম্বারটা খাবেন না

  সুস্থ থাকার জন্য চাই স্বা’স্থ্যকর জীবনপদ্ধতি। লি’ঙ্গ সুস্থ রাখতেও তাই ত্যাগ করতে হবে বদভ্যাস। সঠিক না জেনে, উড়ো কথায় কান দিয়ে অনেকেই মনে করেন, ‘আমার হয়ত স’মস্যা আছে’।স’মস্যা কী, আদৌ স’মস্যা আছে কিনা সে বি’ষয়ে চিকিৎসকের স’ঙ্গে কথা বলতেও বিব্রত বোধ করেন। স’মস্যা যদি মনেই হয় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হন। তবে বাজে অভ্যাসের কারণেও পুরু’ষের জননেন্দ্রিয়ের কর্মক্ষ’মতার ক্ষ’তি হতে পারে। এসব বদভ্যাস প্রতিনিয়ত করতে থাকলে পৌরষত্বের ধার কমতেই থাকবে। ২. ধূমপান: বিটিশ জার্নাল অফ ইউরোলজি’তে প্রকাশিত ৮ সপ্তাহে ধূমপান ছাড়ার এক গবে’ষণায় বলা হয়, অংশগ্রহণকারীদের ২০ শতাংশ স্বীকার করেছেন যে তারা পু’রুষাঙ্গ দৃঢ় হওয়ার স’মস্যায় ভুগছেন। ধূমপান ছাড়ার পর এদের মধ্যে ৭৫ শতাংশেরই যৌ’নক্ষ’মতা বেড়েছে, পু’রুষাঙ্গ হয়েছে দৃঢ়। ৩.দাঁতের অপরিচ্ছন্নতা: শুনতে আজব মনে হলেও গবে’ষণা মতে, যার পু’রুষাঙ্গ ভালোভাবে দৃঢ় না হওয়ার স’মস্যা আছে, তার মাড়ির স’মস্যা থাকার আ’শঙ্কা সাধারণের তুলনায় সাতগুন বেশি। এর কারণ হল মুখের ব্যাকটেরিয়া সারা শ’রীরে প্রবাহিত হয় এবং তা পু’রুষাঙ্গের ধমনির উপর ক্ষ’তিকর প্রভাব ফে’লে। ৫.অপর্যা’প্ত স’ঙ্গ’ম: স’...

হঠাৎ শা’রীরিক মি’লন বন্ধ করলে মেয়েদের যা হয়, সকল ছেলেদের জানা উচিৎ

  হঠাৎ শা’রীরিক মি’লন বন্ধ করলে মে’য়েদের যা হয়, সক’ল ছেলেদের জা’না উ’চি’ৎ স্বা’মী-বিয়োগ, বিবাহ-বি’চ্ছেদ, বা অন্য শহরে চাকরি, এধরনের নানাবিধ কারণে মি`লন’তা হা’রিয়ে যেতে পারে না’রীর থেকে। এতে অনেক স’ময় ক্ষ’তিগ্র’স্থ হয় না’রী শ’রীর। মা’নসিক দিক থেকে সুখ ও শান্তি চ’লে যায়। অনেক দেখা দেয়। তবে কিছু ক্ষেত্রে ভা’লোও হয়। ভা’লো-ম’ন্দ মি’লিয়ে স’হবা’স বন্ধ হওয়ার কারণে কী কী আসে জেনে নিন আ’গের চেয়ে অনেক বেশি উ’তলা করে তোলে: আম’র’া স’বাই জানি, মি’লন হ’তাশা, হাঁ’হুতাশ মেটাতে সাহায্য করে। কিন্তু কোনও অ’জ্ঞাত কারণে যদি না’রীর জীবনে স’হবা’সের চ্যা’প্টার বন্ধ হয়ে যায়, তবে মা’নসিক তৈরি ‘হতে পারে। ক’থায় ক’থায় মন খারাপ, কিছু ভা’লো না লা’গা, কারণে অকারণে অ’তিরিক্ত রা’গ জ’ন্মাতে শুরু ‘হতে পারে। মা’নুষের স’ঙ্গে দু’র্ব্য’বহার করতেও শুরু করে দিতে পারেন সেই না’রী। স্ক’টিশ গবেষকদের প’রীক্ষায় জা’না যায়, স’হবাস বন্ধ হয়ে গেছে এমন ম’হিলাদের নাকি লো’কের স’ঙ্গে ক’থা বলতেও অ’সুবিধে হয়। এর কারণ, স’হবা’স করার স’ময় থেকে যে ফি’ল গু’’ড কে’মিক্যাল এ’ন্ডোর্ফিন ও অ’ক্সিটোসিন নিঃ’সরিত হয়, তা বন্ধ হয়ে যাওয়া। ই’উরিনারি ট্র্যা’ক...

ব্রেকিং নিউজ : আবা’সিক ভবনের ওপর বিমান বি’ধ্ব’স্ত, সব আরোহীর মৃ’ত্যু

 কেনিয়ার রাজধানী নাইরোবির এক আবাসিক ভবনে দাতব্য চিকিৎসা সংস্থার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনা ৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলের দিকে এই ঘটনা ঘটেছে। এ ছাড়াও এ ঘটনায় আরও দুজন ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। দাতব্য সংস্থা অ্যামরেফ ফ্লাইং ডক্টরস জানিয়েছে, সেসনা বিমানটি বৃহস্পতিবার বিকেলে উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইজার উদ্দেশ্যে যাত্রা করে। উড্ডয়নের পরই বিমানটি নাইরোবির গিথুরাই এলাকার একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়। বিমানটিতে অ্যামেরফ এর কর্মী ও ক্রু সদস্যসহ মোট চারজন ছিলেন। নাইরোবির কিয়ামবু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা বলেছেন, বিমানটির পাইলট, চিকিৎসক ও নার্সসহ বিমানে থাকা চার ব্যক্তি এই ঘটনায় নিহত হয়েছেন। এছাড়াও বিমানের বাইরে থাকা আরও দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, টেকঅফের তিন মিনিট পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অ্যামরেফ সিইও স্টিফেন গিটাউ এক বিবৃতিতে বলেন, বর্তমানে আমরা সংশ্লিষ্ট এভিয়েশন কর্তৃপক্ষ ও জরুরি সেবাদাতা সংস্থাগুলোকে এই ঘটনার যথ...