নিজস্ব প্রতিবেদক: চলতি বছর সরকারি চাকরিজীবীরা যেন একের পর এক সুখবর পাচ্ছেন। বছরের শুরু থেকেই বেশ কয়েকবার লম্বা ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন তারা। পরিবারের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ কিংবা বিশ্রামের আনন্দ তাদের কর্মজীবনে এনেছে বাড়তি স্বস্তি। এবার সামনে আসছে আরও এক টানা ছুটি—ডিসেম্বরেই মিলবে তিন দিনের বিরল বিশ্রাম।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর পরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় চাকরিজীবীরা উপভোগ করতে পারবেন টানা তিন দিনের ছুটি।
বছরের শেষভাগের বাড়তি আনন্দ
বড়দিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় চাকরিজীবীরা পাবেন ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর পর্যন্ত একটানা ছুটি।
বছরের শেষ দিকে এ বিরল ছুটি অনেককে ভ্রমণের পরিকল্পনায় উত্সাহিত করবে, আবার কেউ কেউ বেছে নেবেন পরিবার ও প্রিয়জনের সঙ্গে ঘরোয়া সময় কাটানোর সুযোগ।
২০২৫ সালের অন্যান্য সরকারি ছুটির পাশাপাশি বড়দিনের এই তিন দিনের ছুটি চাকরিজীবীদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনবে। বছরের শেষ প্রান্তে পাওয়া এই বিরতি নতুন বছরে প্রবেশের আগে কর্মজীবীদের আরও সতেজ হয়ে কাজে ফেরার সুযোগ করে দেবে।
আসছে কোন কোন ছুটি?
৬ সেপ্টেম্বর (শনিবার): ঈদ-ই-মিলাদুন্নবী
১ অক্টোবর (বুধবার): দুর্গাপূজা (নির্বাহী আদেশে ছুটি)
২ অক্টোবর (বৃহস্পতিবার): দুর্গাপূজা (সাধারণ ছুটি)
১৬ ডিসেম্বর (মঙ্গলবার): মহান বিজয় দিবস
২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার): যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন