লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সব ক্ষেত্রেই সমানভাবে পাল্লা দিচ্ছে। এইসময় ইউনিসেক্স ফ্যাশনের চল রয়েছে, এর মানে হলো এমন পোশাক যা পুরুষ এবং নারী উভয়ই পরতে পারেন। চশমা থেকে শুরু করে জিন্স এবং আরও অনেক ধরনের পোশাকই ইউনিসেক্স। আগে কেবল পুরুষদেরকেই শার্ট পরতে দেখা যেত, কিন্তু বর্তমানে নারীরাও শার্ট পরছে। তবে এই দুই শার্টের মধ্যে খুব একটা পার্থক্য না হলেও, বোতামের বড় পার্থক্য রয়েছে। যেখানে পুরুষদের বোতাম ডানদিকে থাকে সেখানে মহিলাদের বাঁদিকে থাকে। এর পিছনে কয়েকটি কারণ রয়েছে। ইতিহাসের কথা বললে, পুরুষরা তাদের ডান হাতে তলোয়ার ধরতো এবং মহিলারা তাদের বাম হাতে তলোয়ার ধরতেন। এই অবস্থায় মহিলারা তাদের সন্তানকে বাম দিকে ধরে থাকতেন এবং বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য তাদের শার্টের বোতাম খুলতে ডান হাত ব্যবহার করতে সুবিধা হত। কথিত আছে, বিখ্যাত যোদ্ধা নেপোলিয়নের আদেশেই মহিলাদের শার্টের বোতাম বাম পাশে রাখা হয়েছিল। জানা যায়, নেপোলিয়ন সবসময় তার একটি হাত জামায় রাখতেন। অনেক মহিলা তাকে অনুকরণ করতে শুরু করে। এমনটা যাতে না হয় সেইজন্য মহিলাদের শার্টে বাম দিকে বোতাম লাগানোর আদ...
টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় এক বছর হতে চলল, কিন্তু এখনো প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে ফিরতে পারেনি আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশ-বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে সংগঠনটির নেতা-কর্মীরা। তারা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে—এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে। দলটির কিছু নেতা ও কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রেক্ষাপটে সোমবার (২৮ জুলাই) দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা। চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে। চিঠিতে উল্লেখ করা হয়...