হারিয়ে যাওয়া জমির মূল দলিল নিয়ে আর আতঙ্কিত হওয়ার দিন শেষ। সরকারের নতুন নির্দেশনায় এখন পুরাতন ও হারানো জমির দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠানো হয়েছে আগের চেয়ে অনেক সহজ, স্বচ্ছ এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নযোগ্য। আগে যেখানে ভূমি মালিকদের দলিলের নকল পেতে দুর্নীতি, দালালি এবং অতিরিক্ত ফি দিয়ে ঘুরতে হতো অফিস থেকে অফিসে, এখন সেই অবস্থার পরিবর্তন আনতে ভূমি মন্ত্রণালয় একগুচ্ছ কার্যকর পদক্ষেপ নিয়েছে। ভূমি উপদেষ্টার সরাসরি নির্দেশে দেশের ৫০৫টি এসিল্যান্ড অফিস এবং জেলা রেজিস্ট্রার কার্যালয়গুলোতে নতুন নিয়মে জমির সার্টিফাইড কপি উত্তোলন প্রক্রিয়া চালু হয়েছে। সার্টিফাইড কপি তুলতে যা করতে হবে: প্রথম ধাপ: জেলার রেজিস্ট্রি অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। দ্বিতীয় ধাপ: প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিন — জাতীয় পরিচয়পত্র (NID) হারানো দলিলের জিডি কপির ফটোকপি সাব রেজিস্ট্রি অফিসের নাম দলিলের সাল/মৌজা/দাগ/খতিয়ান ইত্যাদি তৃতীয় ধাপ: সরকার নির্ধারিত ফি প্রদান করুন এবং একটি ট্র্যাকিং স্লিপ সংগ্রহ করুন। চূড়ান্ত ধাপ: নির্ধারিত তারিখে অফিসে গিয়ে সার্টিফাইড কপি সংগ্রহ করুন। খরচ কত? ধরণ খরচ (টাকা) দলিল সার্চ ...
মিয়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মিয়ানমারের সামরিক বাহিনীর তথ্য অফিস থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর এপির। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন অসুস্থ ছিলেন মিন্ট সোয়ে। গত বছরের জুলাই মাসে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, স্নায়বিক রোগ ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন তিনি। এসব কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না, এমনকি খাবার খাওয়াও কঠিন হয়ে পড়েছিল তার জন্য। ২০২৪ সালের জুলাই মাসের শেষদিক থেকে তিনি নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এরপর থেকেই তার অবস্থার অবনতি ঘটে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচিকে হঠানোর পর জান্তা সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মিন্ট সোয়ে। সে সময় নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চিকে গ্রেপ্তার করে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। ২০২৪ সালে শারীরিক অসুস্থতার কারণে মিন্ট সোয়ে প্রেসিডেন্ট হিসেবে নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত ...